Capital punishment for the rapists demanded everywhere in Bangladesh

Take immediate action please!



হে জাতির বিবেক!
আর কতকাল বসে থাকবে উচ্চ আদালতের বিচারপ্রার্থীরা?
নিজ ভাষায় শোনা ও জানার জন্য এখনও
রায় কিংবা আদেশ ঘোষণার পর তাদের বিজ্ঞ আইনজীবীদের
কাছে ধর্ণা দিতে হচ্ছে।
কিন্তু কেন? বড় ও মর্যদাসম্পন্ন্ কোন দেশ ও জাতির 
বিচারিক রায় মাতৃভাষায় পেতে
কষ্ট করতে হচ্ছে না।
আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানী, চীন, জাপান, জার্মানী,
ইতালি আর লাতিন আমেরিকার দেশসমূহ
এর প্রকৃষ্ট উদাহরণ। আরবদেশসমূহের
জনগণও তাদের মাতৃভাষায়
বিচারের রায় পেয়ে থাকে।
আইনের বই আর দেশ-বিদেশের আইনি রেফারেন্স এখনো
সহজলভ্য করা হলো না। এমনকি মামলা উপস্থাপন,
পরিচালনা ও আইন চর্চা এই ৬৪ বছরেও
বাংলায় চালু করা হলো না।
শুধুমাত্র দ্বিতীয় ভাষার মতো বাংলা ব্যবহার
করা হয়ে থাকে আদালত চত্বরে।
যা বীরের জাতি বাঙালিদের
জন্য অপমানজনক।
এই অপমান থেকে দেশ ও জাতিকে বাঁচাতে প্রধানমন্ত্রী
এগিয়ে আসুন এবং এভাবে আপনি আরো
মাননীয় হয়ে উঠুন। জাতি আপনাকে
এজন্য পৃথিবী ধ্বংস না হওয়া
পর্যন্ত সময়কাল ধরে
শ্রদ্ধাভরে স্মরণ
করবে।
নিম্ন আদালতে সাঁটলিপিকার ও মুদ্রণ সহকারী/স্টেনোগ্রাফার
জরুরী ভিত্তিতে নিয়োগ ও প্রশিক্ষণ দানের
ব্যবস্থা করুন। যাতে বিচারকগণ
বাংলাভাষায় রায় প্রদানে
উৎসাহবোধ করেন।
আইনজীবীরাও আইন পেশা
চালাতে স্বস্তিবোধ
করবেন।

No comments: