Capital punishment for the rapists demanded everywhere in Bangladesh

৮০ ভাগ হার্ট অ্যাটাক প্রতিরোধে ৭ পদক্ষপে

. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে হৃৎপিণ্ডের জন্য যেসব খাদ্য ভালো, সেগুলো খাদ্যতালিকায় রাখা প্রয়োজন জন্য খেতে হবে উচ্চ পরিমাণ আঁশজাতীয় খাবার চর্বি  জার্তীয় খাবার খাওয়া কমিয়ে দিতে হবে ছাড়া ভিটামিন মিনারেল গ্রহণের পরিমাণের দিকেও খেয়াল রাখতে হবে এগুলো শুধু হার্ট নয়, সারা শরীরকে ভালো রাখতে সাহায্য করবে
সবজি, প্রোটিন (তবে লাল মাংস এড়িয়ে, স্বাস্থ্যকর  চর্বি যেমন : বাদাম ইত্যাদি খতেে হবে এড়াতে হবে প্রক্রিয়াজাত খাবার, এতে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকবে
. মদ্যপান এড়ানো
মদ্যপান করা হার্টের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে ঝুঁকি বাড়িয়ে দেয় হার্ট অ্যাটাকের মদ্যপান উচ্চ রক্তচাপ তৈরি করে তাই হৃৎপিণ্ডেরে স্বাস্থ্যকে ভালো রাখতে মদ্যপান কমিয়ে দেওয়া জরুরী
. ধূমপান
ধূমপান করা হার্ট এর জন্য ক্ষতিকর এটি ফুসফুসকে ক্ষতিগ্রস্ত কর, সিওপডি রোগের ঝুঁকি বাড়ায় তাই র্হাটকে সুরক্ষতি রাখতে ধূমপান ছেড়ে দেওয়া জরুরী
. পেটের মেদ
পেটের মেদও কিন্তু হার্ট অ্যাটাক এর সমান ঝুঁকিসম্পন্ন্
. শারীরিক পরশ্রিম
ব্যায়াম করা, শারীরিক পরিশ্রম করা হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে গবেষণায় বলা হয়, নিয়মিত ব্যায়াম করলে হার্টের স্বাস্থ্য ভালো থাকবে জন্য প্রতিদিন ৪০ মিনিট হাঁটা অথবা সাইকেল চালানো যেতে পারে
. মানসকি চাপ নিয়ন্ত্রণে রাখা
সাময়িক মানসিক চাপ অথবা দীর্ঘ মেয়াদি মানসিক চাপ উভয়ই হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হার্ট অ্যাটাক স্ট্রোকের সঙ্গে মানসিক চাপের সর্ম্পক রয়েছে তাই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার উপায় শেখা উচিত ধ্যান, যোগব্যায়াম, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এগুলো মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে
. নিয়ন্ত্রণে রাখুন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ
গবেষণায় বলা হয়, যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাঁদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হোন, তাহলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন

ছাড়া উচ্চ রক্তচাপ, ক্ষতকির কোলস্টেরলের মাত্রা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, শারীরিক পরিশ্রমের অভাব এগুলো হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় তাই হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখতে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে এগুলো যেন না হয়, সেদিকেও খেয়াল রাখুন

Chris Christie Endorses Donald Trump

Take immediate action please!



হে জাতির বিবেক!
আর কতকাল বসে থাকবে উচ্চ আদালতের বিচারপ্রার্থীরা?
নিজ ভাষায় শোনা ও জানার জন্য এখনও
রায় কিংবা আদেশ ঘোষণার পর তাদের বিজ্ঞ আইনজীবীদের
কাছে ধর্ণা দিতে হচ্ছে।
কিন্তু কেন? বড় ও মর্যদাসম্পন্ন্ কোন দেশ ও জাতির 
বিচারিক রায় মাতৃভাষায় পেতে
কষ্ট করতে হচ্ছে না।
আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানী, চীন, জাপান, জার্মানী,
ইতালি আর লাতিন আমেরিকার দেশসমূহ
এর প্রকৃষ্ট উদাহরণ। আরবদেশসমূহের
জনগণও তাদের মাতৃভাষায়
বিচারের রায় পেয়ে থাকে।
আইনের বই আর দেশ-বিদেশের আইনি রেফারেন্স এখনো
সহজলভ্য করা হলো না। এমনকি মামলা উপস্থাপন,
পরিচালনা ও আইন চর্চা এই ৬৪ বছরেও
বাংলায় চালু করা হলো না।
শুধুমাত্র দ্বিতীয় ভাষার মতো বাংলা ব্যবহার
করা হয়ে থাকে আদালত চত্বরে।
যা বীরের জাতি বাঙালিদের
জন্য অপমানজনক।
এই অপমান থেকে দেশ ও জাতিকে বাঁচাতে প্রধানমন্ত্রী
এগিয়ে আসুন এবং এভাবে আপনি আরো
মাননীয় হয়ে উঠুন। জাতি আপনাকে
এজন্য পৃথিবী ধ্বংস না হওয়া
পর্যন্ত সময়কাল ধরে
শ্রদ্ধাভরে স্মরণ
করবে।
নিম্ন আদালতে সাঁটলিপিকার ও মুদ্রণ সহকারী/স্টেনোগ্রাফার
জরুরী ভিত্তিতে নিয়োগ ও প্রশিক্ষণ দানের
ব্যবস্থা করুন। যাতে বিচারকগণ
বাংলাভাষায় রায় প্রদানে
উৎসাহবোধ করেন।
আইনজীবীরাও আইন পেশা
চালাতে স্বস্তিবোধ
করবেন।

War for cutting diplomatic ties Between Dhaka, Islamabad Started


// Shamsul Basunia//
Once the row between Dhaka and Islamabad started that continuing today and will continue the days to come till the cutting the ties of the twos.After a couple of days of summoning Islamabad’s High Commissioner to Bangladesh foreign ministry, Dhaka’s high commissioner to Pakistan Suhrab Hossain was summoned on Monday afternoon.
Islamabad's summons is considered as an act of ‘retaliation’ as the Bangladesh foreign ministry earlier summoned Pakistan high commissioner in Dhaka Shuja Alam. The relations between Bangladesh and Pakistan have got estranged after Pakistan’s ‘brazen interference’ in Bangladesh’s internal affairs over the execution of two top war criminals in November last year. They are BNP’s Salauddin Quader Chowdhury and Jamaat’s Ali Ahsan Muzahid.
Foreign minister AH Mahmood Ali, recently said in parliament that the government is not yet thinking of severing its diplomatic ties with Pakistan. `We are observing the situation. Time is very important here. We do not want to do anything right now cutting ties with Pakistan. But, future will say what direction the relations will go to, he told parliament on 2 February.’
The same day, the government summoned Pakistan high commissioner in Dhaka Shuja Alam and protested the ‘harassment’ against Bangladesh high commission staff in Islamabad by the Pakistani plainclothesmen.The staff with its Islamabad diplomatic mission returned home unhurt after remaining traceless for hours.
 Dhaka summoned the Pakistani diplomat following missing and harassment of a staff member of Bangladesh high commission in Islamabad, and protested the matter strongly. There have been incidents of ‘retaliation’ by Pakistan when its diplomat Fareena Arshad had to leave Dhaka on 23 December amid an allegation that she was involved in ‘terror financing’.
Dhaka then had to shift former counselor-political at the Bangladesh high commissioner to Pakistan Moushumi Rahman to Lisbon at the request of Islamabad. Jahangir Hossain, personal officer of the press section at Bangladesh high commission in Islamabad, went missing on 1 February, and his family and colleagues remained clueless about his whereabouts for nearly seven hours.
Later, it was found that he was blindfolded and harassed by Pakistani plainclothesmen.Earlier on the same day, detectives in Dhaka detained an official of Pakistan high commission for his “suspicious movement” and later found some specific allegations against him.

However, the official, assistant private secretary at the press section-Abrar Ahmed Khan - was released and handed over to the high commission.

North Korea Just Launched a Long-Range Missile into Space